Sunday, March 25, 2012

আগ্রাবাদ শিশুপার্কে দোলনা থেকে পড়ে ব্যাংকারের মর্মান্তিক মৃত্যু



আগ্রাবাদ শিশুপার্কে দোলনা থেকে পড়ে ব্যাংকারের মর্মান্তিক মৃত্যু




হাটহাজারী উপজেলা সদরের ফটিকা গ্রামের এক ব্যাংক কর্মকর্তা বিয়ের ২২ দিনের মাথায় মর্মান্তিক দুর্ঘটনায় মারা
গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। গত শুক্রবার দুর্ঘটনায় আহত হওয়ার পর এক প্রকার বিনা চিকিৎসায় তিনি গতকাল শনিবার মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাংকার অনুপম চৌধুরী প্রকাশ বাবু (২৯) ও তার নববিবাহিতা স্ত্রী শিক্ষিকা পাপিয়া চৌধুরী(২৪) গত শুক্রবার (২৩শে মার্চ ) নগরীর আগ্রাবাদ শিশু পার্কে বেড়াতে যান। গত ২ মার্চ তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। পার্কে তারা বৈদ্যুতিক দোলনায় চড়েন। দোলনায় বসে শরীরের সিট বেল্ট বাঁধার আগে দোলনা চালু করে দিলে স্বামী-স্ত্রী দুজনে মাটিতে পড়ে যায়। এতে তারা দুজনে আহত হন। স্বামীর আঘাত গুরুতর হওয়ায় তাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু বন্ধের দিনে ডাক্তার না থাকায় গতকাল শনিবার সকালে আহত ব্যাংক কর্মকর্তা বাবুকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার পথে ফেনী পৌঁছলে তার মৃত্যু হয়। বিয়ের ২২ দিনের মাথায় এ মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। গত শনিবার নিহতের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার পিতা মাতা ও আত্মীয় স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। রেল কর্মকর্তা (অবঃ) অমুল্য চৌধুরী ও মাতা প্রধান শিক্ষিকা নিবেদিতা সেন গুপ্তের একমাত্র সন্তান। ব্যাংকার অনুপম চৌধুরীর লাশ বাড়ির শ্মশানে সৎকার করা হয়।

No comments:

Post a Comment